Google Alert – সশস্ত্র
নিরস্ত্রীকরণ ইস্যুতে লেবানন সরকারের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সেইসাথে এমন কোনো সিদ্ধান্ত নিলে ‘গুরুতর পাপ’ হবে বলে উল্লেখ করে গতকাল বিবৃতিও দিয়েছে গোষ্ঠীটি।
বুধবার (৬ আগস্ট) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও নিরস্ত্রীকরণ প্রস্তাব নাকচের বিষয়টি পুনরায় উল্লেখ করে হিজবুল্লাহ। জানানো হয়, পুরো দেশের অস্ত্রের ওপর লেবানন সেনাবাহিনীর একচেটিয়া নিয়ন্ত্রণের সিদ্ধান্ত মানবে না তারা। গোষ্ঠীটির দাবি, এ ধরনের সিদ্ধান্ত শুধু যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের স্বার্থ রক্ষা করবে।
এর আগে, গত মঙ্গলবার দেশের সকল সামরিক-বেসামরিক অস্ত্র রাষ্ট্রায়ত্ত করতে সেনাবাহিনীকে পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানায় লেবাননের মন্ত্রিসভা।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের অন্যতম বড় প্যারামিলিটারি বাহিনী ধরা হয়ে থাকে হিজবুল্লাহকে। গোষ্ঠীটির কাছে বিভিন্ন পাল্লার কয়েক হাজার রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়।
/এএইচএম