Kalbela News | RSS Feed
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সরকার এরই মধ্যে একটা রোডম্যাপ ঘোষণা করেছে। নির্বাচন কমিশন সেই রোডম্যাপ অনুযায়ী বাকি কাজগুলো সম্পন্ন করবে। আমরা আশা করি নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে পারব।
শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায় শ্রীশ্রী অদ্বৈত মন্দির পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে এরই মধ্যে আলাপ-আলোচনা হয়েছে, আগামীতেও হবে। আশা করি, আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন করার জন্য সরকারের প্রস্তুতি আছে।
তিনি বলেন, এরই মধ্যে পুলিশের ট্রেনিং, সেনাবাহিনীর কতজন সেনা সদস্য থাকবে এবং অফিসের বিন্যাসসহ যাবতীয় কাজ শুরু হয়েছে। আমরা আশা করি নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে পারব। আমরা চাচ্ছি একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পুরোনো ঠিকানায় ফিরে যেতে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, শ্রীশ্রী অদ্বৈত মন্দির কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায় প্রমুখ।