নির্বাচনি প্রস্তুতির কোনো বার্তা দেওয়া হয়নি|1142531| Bangladesh Pratidin

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

আপডেট :
০১ আগস্ট, ২০২৫ ০০:০০

সেনাবাহিনীর ব্রিফিং

নির্বাচনি প্রস্তুতির কোনো বার্তা দেওয়া হয়নি

নিজস্ব প্রতিবেদক

সরকার ও নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত নির্বাচনি প্রস্তুতি নেওয়ার কোনো বার্তা দেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে তারা প্রস্তুত আছেন।

গতকাল ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি বার্তা, গোপালগঞ্জের ঘটনা, আটক মেজর সাদিকসহ সাম্প্রতিক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়া হয়। ব্রিফিংয়ে প্রথমে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম। পরে উত্তর দেন সেনাসদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা। মাদক ও চাঁদাবাজি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম বলেন, মাদক ও চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট ৫ হাজার ৫৭৬ জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছি। চাঁদাবাজ বা অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণের জন্য যেসব আইনশৃঙ্খলা এজেন্সির সর্বাগ্রে দায়িত্ব পালন করার কথা, তারা যদি কার্যকরভাবে দায়িত্ব পালন করে তাহলে আরও কমে আসবে বলে আশা করি। সঙ্গে সঙ্গে আমাদের যে আভিযানিক দায়িত্ব আছে সেটা সর্বদা পালন করছি। আমরা সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি একসঙ্গে কাজ করি তাহলে চাঁদাবাজির মতো অপরাধ কমে আসবে বলে বিশ্বাস করি। অপরাধীদের গ্রেপ্তার করার পর বিচারিক প্রক্রিয়ায় হস্তান্তর করার পর আমাদের আর কিছু করার থাকে না বলেও তিনি উল্লেখ করেন।

স্বাধীন সার্বভৌম দেশে কোনো গোত্রের আধিপত্য মেনে নিতে পারি না : পার্বত্য অঞ্চলে উপজাতি সন্ত্রাসীদের সংঘাতকে সেনাবাহিনী কীভাবে দেখছে- এমন প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল বলেন, স্বাধীন সার্বভৌম দেশে কোনো গোত্রের আধিপত্য মেনে নিতে পারি না। চাঁদাবাজি ও মানুষের কাছ থেকে টাকা আদায়ের জন্য বিভিন্ন দুষ্কৃতকারীরা এটা করে থাকে। আমরা আমাদের কার্যক্রম ও অভিযান জারি রেখেছি। ভবিষ্যতেও আমাদের কার্যক্রম চলমান থাকবে। বান্দরবানের আর্মি ক্যাম্প গুটিয়ে নেওয়া, কুকিচিন, আরাকান আর্মি ও বান্দরবানে অস্ত্র কেনাবেচা নিয়ে কর্নেল শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে প্রটেকশন দিয়ে যাচ্ছে এবং ভালোভাবে দিয়ে যাচ্ছে। বর্তমানে ক্যাম্পগুলোতে আভিযানিক কার্যক্রম পরিচালনা করছি। আভিযানিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যদি আমাদের ক্যাম্পের প্রয়োজন হয় তাহলে টেম্পোরারি অপারেটিং বেইস করে আভিযানিক কার্যক্রম পরিচালনা করছি। এ প্রসঙ্গে সেনাসদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ, জেএসএস, এ ধররের দলগুলো চাঁদাবাজিকে কেন্দ্র করে সব সময়ই তাদের আধিপত্যের জায়গাটাকে বিস্তার করতে চায়। এটা নতুন কিছু নয়। বিভিন্ন সময় মারামারি হয়। সেখানে সেনাবাহিনী কাজ করছে এবং সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে, যাতে করে এটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। সেনাবাহিনী একাই কিন্তু পার্বত্য চট্টগ্রামের স্টেক হোল্ডার নয়। বেসামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই কিন্তু এটার অংশ। সবাই যদি সমন্বিতভাবে কাজ করে, আমি নিশ্চিত যে এটাকে আরও নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে যাওয়া সম্ভব এবং এটা অবশ্যই প্রয়োজন। তিনি বলেন, কেএনএফ অস্ত্র আরাকান আর্মির কাছ থেকে নিচ্ছে, তারা আধিপত্য বিস্তার করছে। সেনাবাহিনীর ক্যাম্প যেটা উইথড্র হয়েছে, সেটার কারণে আমাদের কোনো আভিযানিক কমতি রয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আরাকান আর্মি এখন এমন একটা অবস্থায় আছে, তাদের সঙ্গে কেএনএফের যোগসূত্র সৃষ্টি হওয়া অস্বাভাবিক কিছু নয়। তারা মোটামোটি একই গোত্রীয় মানুষ এবং একই ধরনের মানসিকতা নিয়ে কাজ করছে। সে ক্ষেত্রে কেএনএফ আরাকান আর্মির কাছ থেকে যদি কোনো অস্ত্র পেয়েও যায়, এটাতে আমি অবাক হব না। কিন্তু আশার বিষয় এটা যে কেএনএফ কোনো অবস্থাতেই আধিপত্য বিস্তার করতে পারছে না। যখন কেএনএফের উত্থান হলো, আমরা যদি খুঁজে দেখি- সে সময় কেএনএফের কর্মকা , তাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা- আমরা যদি বিশ্লেষণ করি, নিঃসন্দেহে দেখব যে, বহুলাংশে কেএনএফের আধিপত্য কমেছে। আগের দিনগুলোর পরিসংখ্যান যদি নিই, তাহলে দেখব কেএনএফের সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর আটজন সদস্য নিহত হয়েছেন, অসংখ্য আহত হয়েছেন। কিন্তু আমরা কি গত কয়েক মাসে এরকম কোনো ঘটনা দেখেছি? দেখিনি।

বিশেষ কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই : ব্রিফিংয়ে জানানো হয়, বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের জীবননাশের হুমকি থাকায় তাদের সহযোগিতা করেছে সেনাবাহিনী। এ সময় সাংবাদিকরা এনসিপি যখন ঝামেলায় পড়েছে তখন সেনাবাহিনী প্রটেকশন দিয়েছে আবার এখন শোনা যাচ্ছে, সেনাবাহিনী তাদের আর প্রটেকশন দেবে না বিষয়ে জানতে চাইলে কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে কখনো সহায়তা করিনি। আমাদের দায়িত্বের মধ্যে কাউকে বিশেষভাবে দেখি না। গোপালগঞ্জে যেটা হয়েছে ওইখানে ওই রাজনৈতিক দলের নেতাদের জীবন নাশের হুমকি ছিল। তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহযোগিতা করেছে। এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল, অন্য কিছু না। গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে কয়েক দফা হামলা হয়েছে। সরকার থেকে বলা হচ্ছে, এ ধরনের তথ্য ছিল হামলা হতে পারে, তাহলে এ তথ্য আপনাদের কাছে ছিল কি না আর থাকলে কয়েক দফা হামলা হলো কেন। আর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পরিস্থিতি নিয়ে কথা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোন রাজনৈতিক দল কোথায় সমাবেশ করবে এটা ক্লিয়ারেন্স দিতে হবে স্থানীয় প্রশাসন থেকে। আমাদের কাছে এসব বিষয়ে কোনো তথ্য ছিল না। গোপালগঞ্জে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ছিল। শুধু ইটপাটকেল নিক্ষেপ করা হয়নি, ককটেলও নিক্ষেপ করা হয়েছে। যখন সেখানে জীবননাশের হুমকি ছিল তখন আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করে। এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি। এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন, গোপালগঞ্জে সেনাবাহিনী গুলি করেছে, এ বিষয়ে সেনাবাহিনীর অবস্থান কী? জবাবে তিনি বলেন, গোপালগঞ্জে কী হয়েছিল সেটার সত্যতা উদ্ঘাাটনের জন্য একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। আমরা আশা করি এ তদন্ত কমিটি সত্য এবং সঠিক ঘটনা উন্মোচন করতে পারবে।

এক সাংবাদিক জানতে চান, এনসিপির নেতাদের জীবননাশের হুমকি ছিল বলে সেনাবাহিনী নিরাপত্তা দিয়েছে বলা হচ্ছে- তাহলে অনেকেরই তো এরকম পরিস্থিতি হয়, তখন কি সেনাবাহিনী সক্রিয় থাকে নাকি বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি সেনাবাহিনীর দুর্বলতা আছে? জবাবে কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, আমাদের বিশেষ কোনো দলের প্রতি আলাদা কোনো নজর নেই। দায়িত্ব পালনের ক্ষেত্রে সেনাবাহিনীর কাছে সবাই সমান। যেখানে জনদুর্ভোগ ও জীবননাশের হুমকি থাকে সেখানে আমরা কঠোর হই বা জনসাধারণকে সহযোগিতা করি। গোপালগঞ্জে যদি আমরা সঠিকভাবে আমাদের দায়িত্ব পালন না করতাম তাহলে সেখানে অনেক হতাহত বা জীবননাশের ঘটনা ঘটতে পারত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *