নির্বাচনে বিজয়ী হতে ক্লান্তিহীন পরিশ্রম অপরিহার্য : জামায়াত নেতা আবদুল্লাহ তাহের

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘নির্বাচনে বিজয়ী হতে হলে ক্লান্তিহীন পরিশ্রম অপরিহার্য। দায়িত্বশীলদের পূর্বের সকল পরীক্ষার চেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে। সেভাবেই প্রস্তুতি নিয়ে মাঠপর্যায়ে কাজ করে যেতে হবে।’

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর দিদার মার্কেটস্থ সাফা আর্কেডে চট্টগ্রাম অঞ্চল জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, ‘আগামী নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের প্রস্তুতি নিতে হবে। দিনের পথে যারা থাকে তারা পরস্পর ভাই-ভাই। এ সম্পর্ক পৃথিবীর সব সম্পর্কের ঊর্ধ্বে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী সঙ্কট, সঙ্ঘর্ষ, দেশী-বিদেশী ষড়যন্ত্র এ দায়িত্বশীলদেরই মোকাবেলা করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘অতীতের তুলনায় বর্তমানে জামায়াতে ইসলামীর প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। দেশের মানুষ দেশকে নতুন আঙ্গিকে দেখতে চায়। একইসাথে দেশের আমানত তারা জামায়াতে ইসলামীকে তুলে দিতে চায়। আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করেছে এবং রাজনৈতিক পরিসর মারাত্মকভাবে সংকুচিত করেছে। একইসাথে তাদের বিগত ১৫ বছরের স্বৈরাচারী ও লুটপাটের শাসনামলে বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হয়েছে।

সম্মেলনে চট্টগ্রাম অঞ্চল জামায়াতের ২৩ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন মাওলানা মুহাম্মদ শাহজাহান।

চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহছানুল্লাহ, মুহাম্মদ জাফর সাদেক, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার, কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, খাগড়াছড়ি পার্বত্য জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, বান্দরবান পার্বত্য জেলা আমির মাওলানা আব্দুস সালাম আজাদ ও রাঙামাটি জেলা আমির অধ্যাপক আবদুল আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে দারসুল কোরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *