নির্বাচনে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত সেনাবাহিনী

Google Alert – সেনাবাহিনী

প্রবাহ রিপোর্ট : সেনাসদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (স্টাফ কর্নেল) কর্নেল মো. শফিকুল ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পেলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য সব ধরনের সহয়তা করতে সেনাবাহিনী প্রস্তুত। গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস এ-তে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। আসন্ন নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে এখনও কোনো নির্দেশনা সেনাবাহিনী পায়নি। তবে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পেলে অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন পরিচালনার জন্য সব ধরনের সহয়তা করতে সেনাবাহিনী প্রস্তুত। তিনি বলেন, সেনাবাহিনী গত দুই সপ্তাহে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত ৫৬২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্য, তালিকাভুক্ত অপরাধী, ডাকাতসহ অন্যান্য অপরাধী রয়েছেন। এ পর্যন্ত সেনাবাহিনী ১৫ হাজার ৬৪৬ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে। চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র গোলাবারুদ উদ্ধার অভিযানে গত দুই সপ্তাহে সেনাবাহিনী ২৬টি অবৈধ অস্ত্র ও ১০০ রাউন্ড গোলাবারুদ এবং আগস্ট থেকে এ পর্যন্ত মোট ৯ হাজার ৬৯২টি অবৈধ অস্ত্র ও ২ লাখ ৮৬ হাজার ৮৫৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। কর্নেল শফিকুল ইসলাম বলেন, চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানের অংশ হিসেবে গত ১৭ জুন সুনামগঞ্জ জেলায় বড় পরিমানে গলদা চিংড়ি উদ্ধার করা হয় এবং ২ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও গত ১৯, ২১ এবং ২৪ জুন সিলেটের বিভিন্ন স্থানে চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অবৈধ প্রসাধন সামগ্রী এবং শাড়ি জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য চার কোটি টাকা। তিনি আরও বলেন,জুলাই অভ্যুথ্যানে আহতদের সুচিকিৎসা প্রদানে সেনাবাহিনী এখন পর্যন্ত ৪ হাজার ৭৯০ জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করেছে, যার মধ্যে সিএমএইচ ঢাকাতে ২২ জন এখনো চিকিৎসাধীন। সেনাবাহিনী দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিদেশি কুটনীতিক ও দূতাবাসগুলোর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের কাজে নিয়োজিত রয়েছে বলেও জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *