নির্বাচনে সেনা, নৌ ও বিমানবাহিনী কাজ করবে

Google Alert – সেনা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সিলেটের গোয়াইনঘাটে সাদাপাথর লুটের ঘটনা নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন সরকার গুরুত্বসহকারে খতিয়ে দেখছে। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদি প্রতিবেদন অসত্য প্রমাণিত হয়, তাহলে দুদকের কর্মকর্তারাও ছাড় পাবেন না। সোমবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে তিনি বিজিবি সেক্টর সদর দপ্তর ও পুলিশ লাইন পরিদর্শন করেন। বিকালে সিলেট ক্যান্টনমেন্ট ঘুরে দেখেন এবং সন্ধ্যায় ঢাকায় ফেরেন।

নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীকেও মোতায়েন করা হবে। জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণই সরকারের অগ্রাধিকার। তিনি আরও জানান, সেনাবাহিনী ভ্রাম্যমাণ ডিউটিতে থাকবে, আর ভোটকেন্দ্রে আনসার সদস্যের সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি এপিবিএন সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নুর একজন জাতীয় পর্যায়ের নেতা। তার ওপর হামলা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিতিশীল পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, শিক্ষকরা অত্যন্ত যোগ্য, তাই তাদের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। উপদেষ্টা আরও বলেন, ৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকার তৎপর রয়েছে। সীমান্ত এলাকা থেকেও অস্ত্র উদ্ধার করা হচ্ছে। এ বিষয়ে কেউ তথ্য দিলে তাকে পুরস্কৃত করা হবে। ইতোমধ্যে চার হাজার পুলিশ সদস্যের একটি ব্যাচ প্রশিক্ষণ সম্পন্ন করেছে, আরেকটি ব্যাচ প্রশিক্ষণ নিচ্ছে এবং নতুন ব্যাচও প্রশিক্ষণ নেবে। আগামী ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনে নতুন প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। সিলেট সফরের দ্বিতীয় দিনে দুপুরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, পাথর চোরদের কোনো রক্ষা নেই। দায়ীরা অবশ্যই আইনের আওতায় আসবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *