Google Alert – সেনাবাহিনী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা দরকার সেটা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার কেরানীগঞ্জে ঢাকা-৩ সংসদীয় আসনের ভোট কেন্দ্র তেঘরিয়া উচ্চবিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হবে।
৮০ হাজার সেনাবাহিনীর সদস্য মাঠে থাকবে। এছাড়া নৌবাহিনীসহ অন্য বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, এ নিয়ে আমরা কতটুকু আশ্বস্ত হতে পারি’-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শোনেন, যেখানে প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন, তাহলে আপনারা কার কথায় আশ্বস্ত হবেন। প্রধান উপদেষ্টার চেয়ে বড় কথা আর কে বলতে পারবে।’
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ চলমান। আমরা একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন করতে চাই। এবার নির্বাচনে ভোট কেন্দ্রে নতুন ভোটারদের গুরুত্ব দেওয়া হবে। নতুন ভোটারদের জন্য আলাদা বুথের ব্যবস্থা করা হবে। এছাড়াও নারী-পুরুষদের আলাদা বুথ থাকবে।
এ সময় ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, দক্ষিণ কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ লাট মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী র্যাব-১০ এর প্রধান কার্যালয় ও ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন।