Google Alert – ইউনূস
নির্বাচনের তারিখ আগামী ফেব্রুয়ারির পরে গেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্মান ক্ষুণ্ন হওয়ার সম্ভাবনা দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই সংস্কারকাজ শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে গতকাল সন্ধ্যায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ কথা বলেন।
নির্বাচনের জন্য আর দেরি করা ড. ইউনূসের সরকারের জন্য সঠিক হবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বলব, সংস্কার-বিচার শেষ করে দ্রুত নির্বাচন দিন। ফেব্রুয়ারির মাঝামাঝিতে যে ডেডলাইন, সে অনুযায়ী নির্বাচন দিন। এর পরে হলে আপনি (ড. ইউনূস) যে সম্মান নিয়ে এসেছেন, সমগ্র বিশ্বে আপনার যে সম্মান, সেই সম্মান ক্ষুণ্ন হওয়ার সম্ভাবনা থাকবে। দেশের সাধারণ মানুষ চায় জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন আরো দেরি করার চিন্তা করলে ড. মুহম্মদ ইউনূসের জন্য সুবিধা হবে না।’
সাধারণ মানুষ পিআর পদ্ধতির নির্বাচন বোঝে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘সাধারণ মানুষ কিন্তু চায় যে একটা নির্বাচন হোক, সে নির্বাচন থেকে নতুন সরকার আসুক। যে সরকার তারা নির্বাচিত করতে পারবে, যে প্রতিনিধি তারা নির্বাচিত করবে, তাদের কথা বলার লোক তারা পার্লামেন্টে পাঠাতে চায়। এটা খুব সহজ হিসাব।’
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এই যে বিষয়গুলো তৈরি করা হচ্ছে কেন? এ বিতর্কগুলো তৈরি করা হচ্ছে কেন? এর পেছনে আপনি যদি মনে করেন এমনি এমনি করা হচ্ছে, তা নয়। এর পেছনে একটা বিশেষ উদ্দেশ্য আছে। এ দেশে গণতন্ত্রকে চলতে দিতে চায় না। একটা মহল আছে, যারা বারবার গণতন্ত্রের গলা টিপে ধরে। এমনকি শেখ মুজিবুর রহমানও এ কাজটা করেছেন একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রবর্তন করে।’
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে ও মহাসচিব কায়সার কামালের সঞ্চালনায় আলোচনা সভায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কুদ্দুস কাজল, সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম, যুগ্ম মহাসচিব কামাল হোসেন, মোহাম্মদ আলী বক্তব্য দেন।