Google Alert – প্রধান উপদেষ্টা
নির্বাচন সামনে, সেনা-পুলিশ সমন্বয় জোরদারে প্রধান উপদেষ্টার তাগিদ
সংবাদ অনলাইন রিপোর্ট : সোমবার, ২৮ জুলাই ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনে সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি–সংক্রান্ত বৈঠকে এ আহ্বান জানানো হয়।
দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, “সামনে জাতীয় নির্বাচন। সে প্রেক্ষাপটে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি পর্যালোচনা হয়েছে। নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী, পুলিশ ও মাঠ পর্যায়ের প্রশাসনের মধ্যে দ্রুত ও কার্যকর সমন্বয়ের উপর গুরুত্বারোপ করা হয়েছে।”
তিনি জানান, অপতথ্য রোধে ‘ন্যাশনাল ইনফরমেশন সেন্টার’ থেকে তৎপরতা বাড়ানো, জাতীয় ও স্থানীয় পর্যায়ে নিরাপত্তা কাঠামো শক্তিশালী করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির হালনাগাদ পর্যবেক্ষণ নিশ্চিত করার দিকেও দৃষ্টি দেওয়া হয়েছে।
সভায় প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে গত ৯ জুলাই একই ধরনের একটি বৈঠক করেন প্রধান উপদেষ্টা, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে নির্বাচন ঘিরে প্রস্তুতি সম্পন্ন করে রোজার আগেই ভোট অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জানিয়েছেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যে সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা।
তবে বিএনপিসহ কয়েকটি দল নির্বাচনকালীন নির্দলীয় সরকার এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে তফসিল ঘোষণার দাবিতে অবস্থান বজায় রেখেছে।