নির্মাণাধীন বিশ্বের ৫ সুউচ্চ ভবন, উচ্চতা জানেন কি?

Google Alert – সেনা

আধুনিক কালে স্থাপত্যশিল্প, প্রকৌশল ও নগর উন্নয়নমূলক কাজগুলোর ক্রমাগত অগ্রগতি হচ্ছে। বিস্ময় তৈরি করছে অসাধারণ সব অবকাঠামো। পাল্লা দিয়ে আকাশচুম্বী ভবন তৈরি করছে বিভিন্ন দেশ। নকশা ও নির্মাণকাজের সীমাবদ্ধতাগুলো কাটাতে অবিরাম চেষ্টা চলছে।

বর্তমান বিশ্বে নির্মাণাধীন সবচেয়ে উঁচু ভবনের তালিকায় প্রথমেই রয়েছে সৌদি আরবের জেদ্দা টাওয়ার। ৩ হাজার ৩০০ ফুট (১০০০ মিটার) উচ্চ ভবনটি নির্মাণ চলছে জেদ্দা ইকোনোমিক কোম্পানি (জেইসির) নগর উন্নয়ন প্রকল্পের অধীনে। দুইবাইয়ের বুর্জ খলিফার স্থপতি অ্যাড্রিয়ান স্মিথ ও আর্টিটেক্ট গর্ডন গিল এটি ডিজাইন করছেন। ১৬৭ তলা বিশিষ্ট ভবনটি নির্মাণ সম্পন্ন হলে উচ্চতায় তা বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে।

ছবি: সৌদি আরবের নির্মাণাধীন জেদ্দা টাওয়ার

এরপরই দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই শহরের বুর্জ আজিজি। ভবনটি নির্মাণ সম্পন্ন হলে এটি হবে বিশ্বের দ্বিতীয় উচ্চ অট্টালিকা। বুর্জ আজিজি এন্টিসার টাওয়ার নামেও পরিচিত। কৌশলগতভাবে টাওয়ারটি তৈরি হচ্ছে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং দুবাই মলের মতো গুরুত্বপূর্ণ স্থানের কাছে। ভবনটি ডিজাইন করেছে স্থাপত্য সংস্থা এই-৭। ৭২৫ মিটার লম্বা এই টাওয়ারের ফ্লোরের সংখ্যা হবে ১৩১টি।

ছবি: দুবাই শহরের বুর্জ আজিজি

এরপর তৃতীয় অবস্থানে রয়েছে চীনের গোল্ড ইন ফাইন্যান্স ১১৭। ২০০৮ সালের চীনের তাঞ্জিয়ান শহরের নির্মাণ কাজ শুরু হলেও আর্থিক সংকটে কাজ থেমে যায়। এরপর ২০১১ সালে পুনরায় নির্মাণ শুরু হলেও ২০১৫ সালে শেয়ার বাজারে ধসের কারণে তা আবারও মুখ থুবড়ে পড়ে। বর্তমানে টাওয়ারটি আংশিক সম্পন্ন অবস্থায় রয়েছে। ৫৯৭ মিটারের এই ভবনের কাজ শেষ হবে ২০২৭ সালে (আর্কিটেকচারাল ডাইজেস্ট অনুযায়ী)

ছবি: গোল্ড ইন ফাইন্যান্স ১১৭

নির্মাণাধীন উঁচু ভবনের চতুর্থ তালিকায় রয়েছে দুবাইয়ের বুর্জ বিংঘাটি অ্যান্ড কো-রেসিডেন্স। ৫৯৫ মিটার উঁচু ভবনে ১০৪টি ফ্লোর থাকবে ও ৭টি বেসমেন্ট। বিংঘাটি প্রোপার্টিজের তৈরি এই ভবন হবে বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ভবন। এতে বসবাসকারীরা পাবেন প্রাইভেট ফিটনেস ক্লাব, স্ক্লাই গার্ডেন, স্পার সুবিধা। এর নির্মাণ কাজ শুরু হয়েছে ২০২২ সালে এবং ২০২৭ সালে শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

ছবি: বুর্জ বিংঘাটি অ্যান্ড কো-রেসিডেন্স

বিশ্বের ৫ নম্বর সুউচ্চ ভবন হতে যাচ্ছে ব্রাজিলের সেনা টাওয়ার। এটি নির্মানে খরচ পড়ছে প্রায় ৫৪৫ মিলিয়ন ডলার। চলতি বছরে কাজ শুরু হওয়া এই ভবনের কাজ শেষ হবে আনুমানিক ২০৩০ সালে। এর উচ্চতা ৫৪৪ মিটার।

ছবি: ব্রাজিলের সেনা টাওয়ার

সূত্র: গালফ নিউজ।

/এটিএম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *