Independent Television
২০১৭ সালে পিএসজির বিপক্ষে বার্সেলোনার হয়ে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখেছিলেন লিওনেল মেসি-নেইমার জুনিয়ররা। চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে ৪-১ গোলে হেরে পিছিয়ে পড়েও দ্বিতীয় লেগে এসে বার্সেলোনার ৬-১ গোলের অবিশ্বাস্য প্রত্যাবর্তন এখনো সমর্থকদের স্মৃতির পাতায় রয়েছে। তবে দীর্ঘ ৮ বছর আগের সেই জয় ফের আলোচনায় এসেছে লামিন ইয়ামালদের কারণে।
চ্যাম্পিয়নস লিগে ২০১৭ সালে ৬ গোল করার আট বছর পর গতকাল ফের ৬ গোল করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে গতকাল অলিম্পিয়াকোসকে ৬-১ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।
চোটের কারণে গতকাল খেলতে পারেননি রবার্ট লেভানডফস্কি, রাফিনিয়া, দানি অলমোরা। তবু অপ্রতিরোধ্য ছিল হান্সি ফ্লিকের দল। সিনিয়র ফুটবলারদের না খেলার দিনে হ্যাটট্রিক করেছেন ফেরমিন লোপেস।
২২ বছর বয়সী এই মিডফিল্ডার হ্যাটট্রিকের সঙ্গে গড়লেন অনন্য এক কীর্তি। বার্সালোনার ফুটবল ইতিহাসে লোপেসই প্রথম স্প্যানিশ ফুটবলার, যিনি চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে তিন গোল করলেন। এদিকে বার্সার হয়ে জোড়া গোল করেছেন মার্কাস রাশফোর্ড এবং লামিন ইয়ামালের নামের পাশে এক গোল।
ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল করেন লোপেস। বিরতি থেকে ফিরে এসে দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে এক গোল শোধ করে ঘুরে দাঁড়ানোর আভাস দেন অলিম্পিয়াকোসের আইয়ুব এল কাবি।
ম্যাচে ফেরার আশায় থাকা অলিম্পিয়াকোস বড় ধাক্কা খায় ৫৭তম মিনিটে সান্তিয়াগো হেজ্জের লাল কার্ডে। এরপর কেবল গোল হজমও করে গিয়েছে গ্রিক ক্লাবটি।
৬৮তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ৩-১ করেন ইয়ামাল। এরপর ৭৪ থেকে ৭৯ মিনিটের ভেতর আরও ৩ গোল করে বার্সেলোনা। ৭৬তম মিনিটে হ্যাটট্রিক করেন লোপেস। রাশফোর্ডের নামের পাশে জোড়া গোল।
বার্সেলোনার এমন বড় জয়ের দিনে গোলউৎসব দেখেছে বাকি ম্যাচগুলোও। গ্রুপ পর্বে গতকাল বার্সেলোনার ম্যাচ ছাড়া আরও ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। মোট ৯ ম্যাচে ৪৩টি গোলের দেখা মিলেছে। যার মধ্যে কাইরাত আলমাতি ও পাফোস এফসির মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।
বার্সেলোনার ৬ গোলের দিনে বায়ার লেভারকুসেনের বিপক্ষে ৭-২ গোলের বড় জয় পেয়েছে পিএসজি। এমিরেটস স্টেডিয়ামে আতলেতিকো মাদ্রিদকে দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটের ব্যবধানে ৪ গোল দিয়ে বড় জয় (৪-০) আর্সেনালেরও।
এদিকে গতকাল সবচেয়ে বড় লজ্জার হার দেখেছে ইতালিয়ান জায়ান্ট নাপোলি। নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহফেনের মাঠে শুরুতে এগিয়ে থেকেও ৬-২ গোলের ব্যবধানে হেরেছে নাপোলি।
সহজ জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার সিটি ও ইন্তের মিলান। পেপ গার্দিওলার ম্যান সিটি ভিয়ারেয়ালকে হারিয়েছে ২-০ গোলে। বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন সাঁ জিলোয়ার বিপক্ষে ৪-০ গোলে জিতেছে ইন্তের মিলান।
