নেতানিয়াহুকে তুলোধুনো করলেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স

Kalbela News | RSS Feed

যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন বামপন্থী সিনেটর বার্নি স্যান্ডার্স।

বুধবার (১৮ জুন) সামাজিক মাধ্যমে পোস্টে তিনি এই দাবি করেন। খবর আল জাজিরার।

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স লিখেন, ‘ইসরায়েল যদি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে, তবে সেটি তাদের নিজেদের সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রকে তা থেকে দূরে থাকতে হবে।’

তিনি আরও লিখেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নন। তিনি আমাদের বিদেশনীতি বা সামরিক নীতি নির্ধারণ করবেন না। ইসরায়েলের জনগণ যদি ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর সিদ্ধান্তকে সমর্থন করে, তাহলে সেটি তাদের ব্যাপার—তাদের যুদ্ধ। যুক্তরাষ্ট্রকে সেই যুদ্ধে কোনোভাবেই যুক্ত হওয়া উচিত নয়।’

এর আগে মার্কিন সিনেটে বার্নি স্যান্ডার্স এবং ডেমোক্র্যাটিক সিনেটর টিম কেইনের যুদ্ধের বিপক্ষে পৃথক প্রচেষ্টা শুরু করেন। তারা ইসরায়েল-ইরান সংঘাতে মার্কিন সম্পৃক্ততা সীমিত করতে চান।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিনিধি পরিষদে ট্রাম্পের রিপাবলিকান পার্টির একজন সদস্যের দ্বারা একই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি মঙ্গলবার (১৭ জুন) এক্স-এ পোস্ট করে নিজেই তা ঘোষণা করেছেন। তিনি জানান, একটি দ্বিপক্ষীয় যুদ্ধ ক্ষমতা রেজোলিউশন প্রবর্তন তিনি সমর্থন করবেন। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিষিদ্ধ করতে তিনি উদ্যোগ নেবেন।

থমাস লিখেন, এটি আমাদের যুদ্ধ নয়। তবে যদি তা হয়, তবে আমাদের সংবিধান অনুযায়ী কংগ্রেসকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

প্রসঙ্গত, তেহরান খালি করা নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারির পর বিশ্বজুড়ে উদ্বেগ নতুন মাত্রা পায়। তেহরান খালি করতে ট্রাম্প কেন এমন বিবৃতি দিলেন সেটি স্পষ্ট নয়। তবে এ বিবৃতিতে অবশ্য ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে কথা বলেছেন তিনি। এতে ইরানকে দ্রুত সময়ে চুক্তি করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *