Google Alert – বাংলাদেশ
ব্যাটিং সহায়ক উইকেটে এশিয়া কাপের প্রস্তুতির জন্য সিলেটকেই বেছে নিল বিসিবি। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য বাংলাদেশ দলকে প্রস্তুত করে তুলতে আইসিসি ভবিষ্যৎ সফর সূচির বাইরে সিরিজটি আয়োজন করা হচ্ছে।
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এই প্রথম বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস। এদেশে আগে একবারই খেলেছে ডাচরা। সে ম্যাচটি ছিল ২০১১ ওয়ানডে বিশ্বকাপে।
আগামী ২৬ অগাস্ট ঢাকায় এসে সিলেটে চলে যাবে ডাচরা। সিরিজের প্রথম ম্যাচ ৩০ অগাস্ট। পরের দুই ম্যাচ ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর। সব ম্যাচই শুরু সন্ধ্যায় ৬টায়।
টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি পাঁচ লড়াইয়ে বাংলাদেশের জয় চারটি, নেদারল্যান্ডসের একমাত্র জয়টি নিজেদের মাঠে ২০১২ সালে।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে আছে নেদারল্যান্ডস, বিশ্বকাপে জায়গা করে নেয় তারা নিয়মিতই। বাংলাদেশ এই সংস্করণে আছে আপাতত ১০ নম্বরে।
ডাচদের বিপক্ষে সিরিজ শেষেই সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে লিটন কুমার দাসের দল। ৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে ১১ সেপ্টেম্বর।