Jamuna Television
ইরান, রাশিয়া, তুরস্কের পর এবার নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকি তালিকায় যুক্ত হলো ইসরায়েল। নেদারল্যান্ডসের ‘রাষ্ট্রীয় হুমকির রিপোর্ট ২০২৫’-এ তালিকাভুক্ত হয়েছে ইসরায়েল।
সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আইসহ একাধিক গণমাধ্যম।
নেদারল্যান্ডসের জাতীয় সন্ত্রাস দমন ও নিরাপত্তা সমন্বয়কারী সংস্থার (এনসিটিভি) প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে, মত প্রকাশের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার জন্য এ তালিকায় নাম উঠেছে ইসরায়েলের। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকি তৈরি করে এবং বিদেশি হস্তক্ষেপ ও প্রভাব বিস্তারের ঝুঁকি বাড়ায়।
দেশটির ওপর সম্ভাব্য হুমকির চিত্র তুলে ধরার পাশাপাশি অর্থনৈতিক চাপ, গুপ্তচরবৃত্তি ও সামরিক হুমকির মতো হুশিয়ারিও তুলে ধরা হয় এ প্রতিবেদনে।
/এএম