Google Alert – বাংলাদেশ
নোয়াখালীর উজ্জলপুরে বাংলাদেশ ফ্লাড রেসপন্স–২০২৪’ প্রকল্পের লার্নিং রিভিউ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০ আগস্ট) নোয়াখালীর মাইজদী শহরের উজ্জলপুরে নাইস গেস্ট হাউস ও হল রুমে ‘কনফারেন্স’ কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
অস্ট্রেলিয়ান হিউম্যানিটারিয়ান পার্টনারশিপ (AHP) এর অর্থায়নে ‘Bangladesh Flood Response 2024’ প্রকল্পে সহযোগী হিসেবে অংশগ্রহণ করেছে উন্নয়ন সংস্থা অক্সফাম। চব্বিশের বন্যা দুর্গত জেলা ফেনী এবং নোয়াখালীতে প্রকল্পটি বাস্তবায়ন করেছে কোডেক এবং ঢাকা আহসানিয়া মিশন।
ওয়ার্কশপে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় ২০২৪ সালের বন্যা পরিস্থিতি, প্রাপ্ত শিক্ষা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি ও সহায়তা কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে।
নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তাসলিমুন নেছা কর্মশালায় আয়োজকদের উদ্দেশ্যে বলেন, ‘প্রতিটি সংকট আমাদের শিক্ষা দেয় এবং আমরা আরও কার্যকরি ভাবে জনগণের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকব। চব্বিশের বন্যা আমাদের জন্য শিক্ষণীয় দিক। সে শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা যদি আগামীতে কাজ করি, তবে যেকোন চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে। বন্যার শুরু থেকেই সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও, বেসরকারি সংস্থা যেভাবে মাঠে কাজ করেছে তা সত্যিই প্রশংসনীয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পেরেছি। ভবিষ্যতেও এ ধরনের যদি কোন দুর্যোগ আসে তাহলে আমরা সবাই মিলে একসাথে হাতে হাত রেখে তা মোকাবেলা করতে হবে।’
কর্মশালায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নুরুল আমিন, অক্সফামের মিল ম্যানেজার মোঃ মুরাদ পারভেজ, সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, ঢাকা আহসানিয়া মিশনের ফোকাল পার্সন জাহাঙ্গীর আলম, কোডেক এর ফোকালপার্সন অর্চনা পালসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।