নৌকাবাইচ দেখতে গিয়ে নিখোঁজ, একদিন পর মিলল শিশুর লাশ

দেশ রূপান্তর

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে ট্রলারের নিচে পড়ে পানিতে নিখোঁজ হওয়ার একদিন পর রিফাত (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ইছামতি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রিফাত নৌকাবাইচ দেখতে গিয়ে নদীতে সাতরে একটি ডিঙ্গি নৌকায় উঠতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের নিচে পড়ে নিখোঁজ হয়। নিহত রিফাত রাজানগর ইউনিয়নের কাজল মিয়ার ছেলে এবং তেঘরিয়া সনটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, নদীতে তেমন স্রোত না থাকায় আমরা ধারণা করেছিলাম মরদেহ দূরে যায়নি। সকাল ১১টার দিকে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে এক ঘণ্টার চেষ্টায় লাশ উদ্ধার করতে সক্ষম হন।

শেখেরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তাজুল ইসলাম জানান, প্রতিবছর এই দিনে ইছামতি নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এ বাইচ দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের ঢল নামে। এ সময় অনেকেই ছোট নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। রিফাতও সাঁতরে একটি নৌকায় উঠতে গিয়ে ট্রলারের নিচে পড়ে নিখোঁজ হয়। শুক্রবার ফায়ার সার্ভিসের ডুবুরিরা এক ঘণ্টার মধ্যে তার লাশ উদ্ধার করে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *