নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Google Alert – BD Army

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা মাছ ধরার একটি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মির সদস্যরা।

বুধবার (১৩ আগস্ট) সকালে টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন, সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন, মো. আলী আহমদের ছেলে মো. ইলিয়াস (৪১), মো. ইলিয়াছের ছেলে আক্কল আলী (২০) ও মো. নুর হোসেন(১৮), কালু মিয়ার ছেলে সাবের হোসেন(২২), মোঃ নুর হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৫)।

তাদের সবার বাড়ি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ায়।

ভূক্তভোগী জেলেদের স্বজন ও স্থানীয় অন্য জেলের বরাতে ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, সকালে নাফ নদীর মোহনা সংলগ্ন এলাকার বঙ্গোপসাগরে একটি ইঞ্জিন চালিত একটি নৌকা যোগে বাংলাদেশি ৫ জন জেলে মাছ ধরছিলেন। এক পর্যায়ে তারা জলসীমার মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া অংশে ঢুকে পড়েন। এসময় আরাকান আর্মির সদস্যরা একটি স্পিডবটে এসে অস্ত্রের মুখে ওই জেলেদের জিন্মি করে নিয়ে যায়।

পরে ঘটনাস্থলের আশপাশে থাকা অন্য জেলেরা ফিরে এসে ঘটনাটি জানান।

শাহপরীর দ্বীপ জেলে সমিতির সভাপতি আবদুল গনি জানান, শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা এবং ধরে নিয়ে জেলেদের নৌকার মালিক মোহাম্মদ ইলিয়াছকের পরিবারের তিন সদস্যসহ স্থানীয় ৫ জন জেলে সাগরে মাছ ধরতে যায়। সাগর থেকে ফিরে আসার সময় তাদেরকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। জেলের স্বজনরা বিষয়টি বিজিবিকে অবহিত করেছে।

এ নিয়ে বিজিবি ও কোস্ট গার্ডের সংশ্লিষ্টদের মোবাইল ফোনে একাধিক কল করা হলেও কোন ধরণের সাড়া না দেয়ায় কথা বলা সম্ভব হয়নি।

তবে ঘটনার ব্যাপারে টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, জেলে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি টেকনাফ কোস্টগার্ড ও স্থানীয় লোকজনের মাধ্যমে খবর শুনেছেন। তা সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

ঘটনায় ভূক্তভোগী জেলেদের ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে বলে জানান তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *