পঞ্চগড়ের সীমান্ত দিয়ে ২৬ জনকে পুশ ইন

Jamuna Television

পঞ্চগড় করেসপনডেন্ট:

পঞ্চগড়ের সদর উপজেলার সীমান্ত দিয়ে ২৬ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে ৯ জন নারী, ৯ জন শিশু ও ৮ জন পুরুষ।

মঙ্গলবার (৩ মে) ভোররাতে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে ৯ জন ও চাকলাহাট ইউনিয়নের খনিয়া পাড়া দিয়ে ১৭ জনসহ ২৬ জনকে পুশইন করে বিএসএফ।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে দুপুরে সদর থানায় নেয় বিজিবি। আটককৃতদের আইনী প্রক্রিয়ার শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। 

জানা গেছে, আটকৃতরা ১০ থেকে ১৫ বছর ধরে ভারতে অবস্থান করে আসছিল। গত ২৮ মে ভারতীয় সিআইডি পুলিশ তাদের গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসে। পরে বিমানযোগে বাগডোগরায় এনে বিএসএফের কাছে তুলে দেয় সংশ্লিষ্টরা। পরে পঞ্চগড় সীমান্তে এনে বাংলাদেশে তাদেরকে পুশ ইন করে বিএসএফ।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, নারী ও শিশুসহ ২৬ জনকে আমাদের কাছে হস্তান্তর করেছে।তারা বাংলাদেশি কিনা তা নিশ্চিত করার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

/এমএইচ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *