পঞ্চগড়ে অনলাইন জুয়ার কারবারে সেনা অভিযান, মূল হোতা আটক

RisingBD – Home


পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ৩ জুলাই ২০২৫  

অভিযান পরিচালনা করছেন সেনাবাহিনীর সদস্যরা।


পঞ্চগড়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি বাড়িতে অভিযান চালিয়ে আব্দুস সাত্তার (২৫) নামে এক তরুণকে আটক করেছে সেনাবাহিনী।

আটক আব্দুস সাত্তার পঞ্চগড় সদর উপজেলার শিংরোড ভুজারিপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে।

বুধবার (২ জুলাই) দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের রওশনাবাগ এলাকায় সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন।

অভিযানে অনলাইন জুয়ায় ব্যবহৃত ১৪টি মোবাইল এবং ১টি ল্যাপটপ জব্দ করা হয়। এছাড়া আটক আব্দুস সাত্তারের বিভিন্ন আইডিতে ১২ লাখ টাকার সন্ধান পান সেনাবাহিনীর সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের আরডিসি মিজানুর রহমান।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, আব্দুস সাত্তার স্ত্রী-সন্তান ও শ্যালক নিয়ে জেলা শহরের রওশনাবাগ এলাকার একটি ফ্ল্যাট বাড়িতে ভাড়ায় থাকতেন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতেন না সাত্তারের পরিবারের কেউ। গত ৫ বছর ধরে এই অনলাইন জুয়ার সঙ্গে তিনি জড়িত। জুয়া থেকে প্রতি মাসে তার আয় হত অন্তত ১ লাখ টাকা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের আরডিসি মিজানুর রহমান বলেন, “প্রকাশ্য জুয়া আইন ১৯৭৪ এর ৪ ধারায় আব্দুর সাত্তার নামের এই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।”

পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, জেলা শহরের রওশনাবাগ এলাকায় একটি বাড়িতে অনলাইন জুয়ার আসর বসে। আমরা অভিযান চালিয়ে একজনকে হাতেনাতে আটক করেছি। পরে ভ্রাম্যমাণ আদালতে তার সাজা হয়েছে।”

ঢাকা/নাঈম/মেহেদী

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *