Sarabangla | Breaking News | Sports | Entertainment
পঞ্চগড়: পঞ্চগড় সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক এক কিশোর ও এক তরুণকে সাত ঘণ্টা পর ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জেলার সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের চান্দাপাড়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে বিএসএফ।
ফেরত পাঠানো দুই বাংলাদেশি হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার জুমাইনগর এলাকার সানোয়ার হোসেনের ছেলে রিয়াদুল ইসলাম (১৮) এবং পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়াপাড়া এলাকার রহিদুল ইসলামের ছেলে রাজিব হোসেন (১৪)।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রিয়াদুল পঞ্চগড়ের ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়ারপাড়া এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি তার স্বজন রাজিব নামে ওই কিশোরকে সঙ্গে নিয়ে ভারতীয় সীমান্ত এলাকায় ঘুরতে যান। এ সময় ছবি তোলার একপর্যায়ে তারা অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করেন। তখন ভারতীয় ১৩২ বিএসএফ ব্যাটালিয়নের চান্দাপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যান।
বিএসএফ পরে তাদের নাম ও ঠিকানাসহ বিষয়টি বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে জানায়। বিজিবি বিষয়টি যাচাই করে নিশ্চিত হওয়ার পর বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানায়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
এদিকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, ‘ঘুরতে গিয়ে অসাবধানতাবশত ওই দুই বাংলাদেশি সীমান্ত অতিক্রম করেন। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দিয়েছে বিএসএফ।’
এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিজিবির তত্ত্বাবধানে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।