Google Alert – বাংলাদেশ
ঢাকা: আসন্ন সিরিজ দিয়ে নতুন যুগের সূচনা হচ্ছে বাংলাদেশের। আগামীকাল কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
বাংলাদেশ ক্রিকেট বহুল উচ্চারিত পঞ্চপান্ডবের অধ্যায় পেরিয়েছে আরও আগেই। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ-গেল ১৮ বছর ক্রিকেটে বাংলাদেশের সেরা ফরম্যাট ওয়ানডেতে পাঞ্চপাণ্ডবদের কেউ না কেউ ছিলেন। উল্লেখ্য, পঞ্চপাণ্ডব ছাড়াও আগেও খেলেছে।
তবে তখন অবসর নেননি মুশফিক, মাহমুদউল্লাহরা। কিন্তু এবারের শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাদের কেউই নেই।
আনুষ্ঠানিক অবসর না নিলেও মাশরাফি বিন জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। সাকিব আল হাসানও জাতীয় দল থেকে যোজন যোজন দূরে।
এ ছাড়া তিন ফরম্যাট থেকেই বিদায় নিয়েছেন তামিম ইকবাল। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির পর সমালোচনার মুখে একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়ান মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।
এদিকে, শ্রীলঙ্কা সফরে ওয়ানডের আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারে বাংলাদেশ। প্রথম টেস্ট ড্র হলেও দ্বিতীয় ও শেষ টেস্ট ইনিংস ও ৭৮ রানে হারে টাইগাররা। প্রথম টেস্টে ব্যাট-বল হাতে দারুণ পারফরম্যান্সে আধিপত্য বিস্তার করে ম্যাচ ড্র করে বাংলাদেশ।
কিন্তু দ্বিতীয় টেস্টে ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারে টাইগাররা। এবার ওয়ানডে সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মিরাজ। তিনি জানান, ওয়ানডে সিরিজে লড়াই হবে।
এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৫৭ ম্যাচ খেলে মাত্র ১২টিতে জিততে পেরেছে বাংলাদেশ। ৪৩টি ম্যাচে হার ও দু’টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তবে, দু’দলের শেষ পাঁচ দেখায় বাংলাদেশ তিনটিতে জিতেছে এবং দু’টিতে হেরেছে। ২০২৪ সালের মার্চে সর্বশেষ ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ- শ্রীলংকা। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।
এরপর আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু’টি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে হারের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। শান্তর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন মিরাজ।
ইনজুরি থেকে সুস্থ হয়ে লঙ্কান সিরিজ দিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে আড়াই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন মোহাম্মদ নাইম শেখ।
বাংলাদেশ স্কোয়াড
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
এআর