Google Alert – সেনাবাহিনী
স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:
পটুয়াখালীর মির্জাগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিএনপি ও যুবদলের ৩ নেতাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হলেন, জাহিদ হাসান পরাগ মুন্সী (৪০), ফেরদৌস হাসান সৌরভ মুন্সী (৩৫) ও বদোরুদ্দৌজা জনি মুন্সী (৩৬)। জনি মুন্সী উপজেলা বিএনপির সদস্য, সৌরভ মুন্সী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং পরাগ মুন্সী যুবদলের সদস্য বলে জানা গেছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিক সিয়াম রহমান হিমেলকে (২৫) পূর্ব বিরোধের জেরে মারধর করে দুর্বৃত্তরা। হিমেলকে রক্ষা করতে কয়েকজন এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়। পরে স্থানীয়রা হিমেলসহ অন্যান্য আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে দুর্বৃত্তরা হাসপাতালের আঙিনায় দেশীয় অস্ত্র নিয়ে একত্রিত হয়। খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি বিশেষ টিম সেখানে উপস্থিত হলে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় হিমেল বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় মামলা করলে রাতেই সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
মির্জাগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত অপর আসামিদেরও গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা অব্যাহত আছে।
/এএম