Sarabangla | Breaking News | Sports | Entertainment
পটুয়াখালী: পটুয়াখালীতে কোস্টগার্ড ও মৎস্য অধিদফতরের যৌথ অভিযানে ১ কোটি ৫৫ লাখ পিস অবৈধ চিংড়ির রেণু জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে সদর থানাধীন টেংরাখালী পুরাতন বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চিংড়ির রেণু জব্দ করা হয়।
জব্দকৃত চিংড়ির রেণু পোনাগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয়।
কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।