পত্রিকার খবর (৫ই জুলাই): ‘মব সন্ত্রাসে অতিষ্ঠ দেশ’

Google Alert – প্রধান উপদেষ্টা

ছবির ক্যাপশান, আজ ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা

প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে মব সন্ত্রাস বা গণপিটুনির ঘটনা ভয়াবহভাবে বেড়ে চলেছে। সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে এক মা, ছেলে ও মেয়েকে চুরির অভিযোগে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়।

গাজীপুরে হৃদয় নামের এক যুবক, ঢাকায় আল আমিন, লালমনিরহাটে এক সেলুন কর্মী এবং সিরাজগঞ্জে এক মানসিক প্রতিবন্ধীসহ গত ছয় দিনে অন্তত ছয়জন মানুষ এই সহিংসতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।

২০২৪ সালের সেপ্টেম্বর থেকে গত জুন পর্যন্ত ২৫৩টি মব সন্ত্রাসে নিহত হয়েছেন ১৬৩ জন, আহত হয়েছেন ৩১২ জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাস সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *