পরমাণু জ্বালানিতে অংশীদারিত্ব আরও গভীর করল তুরস্ক-যুক্তরাষ্ট্র

Google Alert – সেনা

তুরস্ক ও যুক্তরাষ্ট্র পারমাণবিক জ্বালানি খাতে অংশীদারিত্ব আরও জোরদার করতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) একটি সমঝোতা স্মারক সই করেছে।  

তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী আলপারসালান বাইরাকতার জানিয়েছেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের হোয়াইট হাউস সফরের অংশ হিসেবে এই প্রক্রিয়া শুরু হয়েছে। এর মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের বহুমাত্রিক সম্পর্ক আরও গভীর হবে।  

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এনসোশ্যালে জানান, আমরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সই করেছি। 

এ সময় দুই দেশের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরও বলেন, চুক্তির আওতায় যে কার্যক্রম হাতে নেওয়া হবে, তা ভবিষ্যতে উভয় দেশের জন্যই পারস্পরিক সুফল বয়ে আনবে বলে আমি আশা করি।

সূত্র: আনাদোলু

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *