Samakal | Rss Feed
পররাষ্ট্রমন্ত্রী হওয়ার গুঞ্জনের মধ্যেই আটক চীনের শীর্ষ কূটনীতিক লিউ জিয়ানচাও
বিশ্ব
অনলাইন ডেস্ক 2025-08-10
চীনের শীর্ষ কূটনীতিক ও সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী প্রার্থী লিউ জিয়ানচাওকে বিদেশ সফর শেষে ফেরার পর আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তবে তাকে আটক করার কারণ জানায়নি চীনের কর্তৃপক্ষ। লিউ জিয়ানচাওকে দেশটির ভবিষ্যৎ পররাষ্ট্রমন্ত্রীর দৌড়ে এগিয়ে থাকা একজন হিসেবে বিবেচনা করা হচ্ছিল। খবর ওয়াল স্ট্রিট জার্নালের
প্রতিবেদনে বলা হয়েছে, চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ জিয়ানচাও জুলাইয়ের শেষ দিকে বিদেশ সফর থেকে ফেরার পর তাকে আটক করা হয়। তবে কেন তাকে আটক করা হয়েছে, তা এখনো জানা যায়নি।
৬১ বছর বয়সী লিউ এর আগে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবেও কাজ করেছেন তিনি। এছাড়া প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের আওতায় জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন সংস্থার নেতৃত্ব দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, লিউর বিরুদ্ধে এই তদন্ত ২০২৩ সালে পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে সরিয়ে দেওয়ার পর চীনের কূটনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় ঘটনা। কিন গ্যাংয়ের বিরুদ্ধে তখন বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছিল।
জুলাই মাসের শুরুতে লিউ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধানের বিরুদ্ধে ‘সংঘর্ষ ও দ্বন্দ্ব উসকে দেওয়ার’ অভিযোগ আনেন। তিনি বলেন, চীনকে মোকাবেলায় মার্কিন মিত্রদের সামরিক শক্তি বৃদ্ধির আহ্বান একটি উসকানিমূলক পদক্ষেপ।
লিউর সর্বশেষ প্রকাশ্য কার্যক্রম ছিল ২৯ জুলাই আলজেরিয়ায়। এর আগে তিনি আফ্রিকার কয়েকটি দেশ, সিঙ্গাপুরসহ বিভিন্ন স্থানে বৈঠক করেন।