পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তান

Bangla News


পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

ঢাকা: বাংলাদেশে  নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার  ইমরান হায়দার বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে  পররাষ্ট্র উপদেষ্টা  মো. তৌহিদ হোসেনের সাথে প্রথম  সৌজন্য সাক্ষাৎ করেছেন।


সাক্ষাৎকালে উভয় পক্ষই সাম্প্রতিক ব্যস্ততা এবং উচ্চ পর্যায়ের মন্ত্রী পর্যায়ের সফর বিনিময়ের প্রশংসা করেছেন, যার মধ্যে রয়েছে ২০২৫ সালের আগস্টে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর, ২০২৫ সালের এপ্রিলে ঢাকায় ৬ষ্ঠ পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক পরামর্শের সফল আয়োজন।

উভয় পক্ষই দীর্ঘ বিরতির পর আগামী ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য যৌথ অর্থনৈতিক কমিশনের আসন্ন নবম বৈঠককে স্বাগত জানিয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন যে, সম্প্রতি দুই দেশ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে, যার মধ্যে রয়েছে- ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং বিমান যোগাযোগ পুনরায় চালু করা। তারা বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় এবং একাধিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার গুরুত্ব নিয়েও আলোচনা করেন।


পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে তার মেয়াদকালে হাই কমিশনারকে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।



টিআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *