প্রথম আলো
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। চব্বিশের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর দুটি ভুল ছিল উল্লেখ করেন তিনি। বলেন, ‘কারা সরকারে যুক্ত হবেন এবং কত দিন মেয়াদের হবে, তা আমরা ঠিক করে দিইনি। যার ফলে এক বছর পরেও আমরা চিন্তায় আছি, আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না।’
নতুন শুল্ক বাণিজ্য চুক্তিকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, ‘এ জন্য কী ধরনের গোপন চুক্তি রয়েছে, সেটা আমরা জানতে পারছি না। সরকারের উচিত তা জনসম্মুখে প্রকাশ করা।’
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে বিভিন্ন পেশাজীবীদের গুরুত্বপূর্ণ অবদান ছিল। কিন্তু জুলাই পরবর্তী সময়ে সেটার স্বীকৃতি হয়নি। প্রধান উপদেষ্টা বৈষম্যবিরোধী আন্দোলনের লেন্স দিয়ে গোটা তরুণসমাজকে দেখার চেষ্টা করছেন। কিন্তু তাঁর উচিত ছিল আন্দোলনে অংশ নেওয়া বৃহৎ তরুণদের সঙ্গে গল্প করা। যেভাবে তিনি বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে কথা বলেন।
পুলিশ বাহিনীকে সব সরকারের পেটোয়া বাহিনী বলা হয় উল্লেখ করে নুরুল হক বলেন, ‘কোন সিস্টেম পুলিশকে এই পেটোয়া বাহিনীতে রূপ দেয়? সেটা কেন সংস্কার হচ্ছে না?’