পরিবেশ দূষণের দায়ে ৪৯ লাখ টাকা জরিমানা, ৬ ইটভাটা বন্ধ

Bangla Tribune

ঝিনাইদহ, কুমিল্লা, লক্ষ্মীপুর, মানিকগঞ্জ ও ময়মনসিংহে ছয়টি মোবাইল কোর্ট ১৮টি মামলা করে ৪৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদফতর। পাঁচটি অবৈধ ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা হয়। আরও একটি ইটভাটার কার্যক্রম বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

রবিবার (৯ ফেব্রুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। 

এরমধ্যে ঢাকা মহানগরের উত্তরা এলাকায় কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে চারটি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কয়েকজন চালককে সতর্ক করা হয়।

আর নির্মাণসামগ্রী দিয়ে বায়ুদূষণের দায়ে মোহাম্মদপুর, লালমাটিয়া ও আফতাবনগরে তিনটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। সাতটি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *