Jamuna Television
কুমিল্লার মুরাদনগরে আলোচিত ধর্ষণের ঘটনায় পর্নোগ্রাফি মামলার মূল আসামি শাহ পরানকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব- ১১’র অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
কারওয়ান বাজারে র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বৃহস্পতিবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে শাহ পরানকে গ্রেফতার করা হয়।
আটককৃত শাহ পরান ধর্ষন মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই। তার বিরুদ্ধে ভুক্তভোগীকে মারধর ও বিবস্ত্র ভিডিও ধারণের অভিযোগ রয়েছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে দেয়ারও সে মূলহোতা।
র্যাব- ১১ অধিনায়ক বলেন, ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলো শাহ পরান। তার কাছে ধর্ষণকাণ্ডের ছবি ও ভিডিওসহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় শাহ পরানের সম্পৃক্ততার বিষয়টি পুলিশের তদন্তে উঠে এসেছে বলেও উল্লেখ করেন লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান।
/এমএইচ