পশুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইজারাদারের জরিমানা

Google Alert – সেনা

পঞ্চগড়ের বোদায় কোরবানির পশুরহাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ মে) বিকেলে উপজেলার নগর কুমারীহাটে এ অর্থদণ্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ।ৎ

এসময় সেনাবাহিনীর বোদা ক্যাম্পের কমান্ডার লে. জাহিদ আল মাসুদ, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনসহ থানা পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, নগরকুমারী হাটে পশু ক্রয়-বিক্রয়ে ইজারাদার বাড়তি ২০০ টাকা আদায় করছেন। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে তালিকা করে কয়েকজনের অভিযোগ শোনা হয়। এতে ইজারাদারের বিরুদ্ধে বাড়তি ফি আদায়ের অভিযোগের সত্যতা মেলে।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ বলেন, বোদা পৌরসভার নগরকুমারী পশুরহাটে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশসহ অভিযান পরিচালনা করা হয়।

সফিকুল আলম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *