Google Alert – আর্মি
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যাওয়া ৫ বাংলাদেশি জেলেকে এখনো ছাড়েনি মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্রগোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার সন্ধ্যায় তাদের স্পিডবোট করে ধরে নিয়ে যায় বলে জানা গেছে। ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন-টেকনাফের সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জেলেপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস ও তার দুই ছেলে আক্কেল আলী, নূর হোসেন এবং সাবের হোসেন ও সাইফুল ইসলাম। মঙ্গলবার রাতেই টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নাফ নদীর মোহনার নাইক্যং দ্বিয়ার কাছাকাছি এলাকা থেকে আরাকান আর্মিরা জেলেদের ধরে নিয়ে যায়।
বিষয়টি আমরা অবগত হয়েছি এবং কোস্টগার্ডকেও অবগত করেছি।
স্থানীয় শাহপরীর দ্বীপের বাসিন্দা আয়ুব বলেন, জেলেদের পরিবার আতঙ্কে রয়েছে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের ধরে নিয়ে যাওয়ায় তারা উদ্বেগ জানিয়েছেন। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান পরিবারের সদস্যরা।