পাকিস্তানি তারকাদের দেখা যাচ্ছে ভারতে

Google Alert – সামরিক

পাকিস্তানের বিরুদ্ধে পেহেলগামে জঙ্গি হামলার পরপরই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। সেই পদক্ষেপের মধ্যে অন্যতম ছিল পাকিস্তানি তারকাদের এবং পাক সংবাদমাধ্যমের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করা। 

বুধবার পাকিস্তানের বেশ কয়েকজন ফিল্ম ও টিভি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। ওই তারকাদের মধ্যে রয়েছেন সাবা কামাপ, হানিয়া আমির। পেহেলগাম হামলার পর ওই তারকাদের অ্যাকাউন্ট ব্লক করেছিল ভারত সরকার।

অপারেশন সিঁদুরের কয়েকদিন পর পাকিস্তানি সংবাদ চ্যানেল ও পাক তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আবারও দেখা যাচ্ছে। যদিও নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ব্যাপারে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। 

পাক সেলেব্রিটিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপর নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও, অনেক ভারতীয় ব্যবহারকারী তাদের প্রিয় সেলেব্রিটিদের অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করেছেন। 

কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে সেই সব পাক সেলেব্রিটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গেলে একটি মেসেজ দেখতে শুরু করেন ভারতীয় ব্যবহারকারীরা, তাতে লেখা ছিল, ‘এই অ্যাকাউন্টটি ভারতে পাওয়া যাচ্ছে না। এর জন্য একটি আইনি অনুরোধ মেনে চলেছি আমরা।’

পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের গোপন আস্তানা লক্ষ্য করে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর আবহে এই নিষেধাজ্ঞা আপাতত আরও দীর্ঘায়ত হতে চলেছে।

এএডি/

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *