পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল ব্লক করলো ভারত

RisingBD – Home

প্রকাশিত: ১৯:০৩, ২ মে ২০২৫  


পাকিস্তানের বিরুদ্ধে ডিজিটাল পদক্ষেপ নিলো ভারত। সে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতে কেউ ওই চ্যানেল খুললে দেখা যাবে একটি নোটিস। তাতে লেখা রয়েছে, “জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণে সরকারি নির্দেশে এখানকার বিষয়বস্তু বর্তমানে ভারতে দেখতে পাওয়া যাবে না।” 

কয়েক দিন আগেই ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খবর প্রচারের অভিযোগে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ করেছিল ভারত। এই চ্যানেলগুলোতে পহেলগাম কাণ্ডের পর ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষয়বস্তু প্রচার করা হচ্ছে বলে দাবি দিল্লির। এমনকি ভারতের সেনাবাহিনী সম্পর্কেও বিরূপ মন্তব্য করার অভিযোগ করা হয় ওই চ্যানেলগুলোর বিরুদ্ধে। ওই ইউটিউব চ্যানেলগুলো নিষিদ্ধ করার আবেদন জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১৬টি চ্যানেলের তালিকায় ছিল পাকিস্তানের প্রথম সারির কয়েকটি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলও। পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও এগুলোর মধ্যে ছিল।

শেহবাজের ইউটিউব চ্যানেল ‘ব্লক’ করার কোনো কারণ আনুষ্ঠানিক ভাবে জানায়নি নয়াদিল্লি। 

১৬টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ করার পাশাপাশি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকেও পহেলগাম কাণ্ড নিয়ে একটি প্রতিবেদনের জন্য সতর্ক করে দিয়েছে ভারত। বিবিসির ওই প্রতিবেদনের শিরোনাম ছিল ‘কাশ্মীরে পর্যটকদের উপর ভয়াবহ হামলার পর পাকিস্তান ভারতীয়দের ভিসা স্থগিত করেছে।’ ভারতের দাবি, এই প্রতিবেদনে হামলাকারীদের জঙ্গি হিসেবে উল্লেখ করা হয়নি।

 

ঢাকা/শাহেদ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *