Google Alert – সেনাপ্রধান
দুই দেশের মধ্যে সম্প্রতি একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের কয়েক সপ্তাহ পরেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
ট্রাম্প প্রশাসনের অধীনে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র-পাকিস্তানের সম্পর্ক বেশ উষ্ণ হয়েছে। এর আগে ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ভারতকে এশিয়ায় চীনের প্রভাব মোকাবিলায় কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে আসছিল।
তবে, রিপাবলিকান নেতা ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কে বিভিন্ন কারণে টানাপোড়েন দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা জটিলতা, ভারতীয় পণ্যে ট্রাম্পের আরোপিত উচ্চ শুল্ক এবং ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষের পর যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে ট্রাম্পের দাবি।
রয়টার্স, দ্য ডন এবং জিও নিউজের প্রতিবেদন অনুসারে, এই বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
ডিবিসি/এমইউএ