পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের বৈঠক

Google Alert – সেনাপ্রধান

প্রবাহ ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার সকালে ওয়াশিংটনের হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে গণমাধ্যমকে এই বৈঠকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। খবর ডনের। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকটি প্রায় এক ঘণ্টা ২০ মিনিট ধরে চলে। এটি দুই নেতার মধ্যে প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাস দমন নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ট্রাম্পকে ‘শান্তির মানুষ’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ট্রাম্পের নেতৃত্ব সাহসী ও দৃঢ়। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারত-পাকিস্তান সংঘাতের সময় ট্রাম্পের যুদ্ধবিরতি মধ্যস্থতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় একটি বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। শাহবাজ শরিফ গাজার যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টারও প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে সম্প্রতি হওয়া বাণিজ্য চুক্তির জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি ট্রাম্পকে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানান। বৈঠকের আগে ট্রাম্প দুই পাকিস্তানি নেতাকে ‘মহান নেতা’ বলে অভিহিত করেন। এই বৈঠক এমন সময়ে হলো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ধীরে ধীরে উষ্ণ হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *