Google Alert – সামরিক
পাকিস্তানের ৬টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৫:১৭ পিএম আপডেট: ০৯.০৮.২০২৫ ৫:১৮ পিএম (ভিজিট : ৪৮)
এয়ার চিফ মার্শাল অমরপ্রীত (এপি) সিং। ছবি: সংগৃহীত
পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ চলাকালে পাকিস্তানি অন্তত ৬টি যুদ্ধবিমান ধ্বংস করেছে বলে দাবি করেছে। ভারতের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত (এপি) সিং এমন দাবি করেছেন।
গতকাল শুক্রবার বেঙ্গালুরুতে ভারতীয় বিমান বাহিনীর একটি বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার চিফ মার্শাল এপি সিং। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে দেশটির অন্তত ৫টি যুদ্ধবিমান এবং একটি বড় সামরিক বিমান আমরা ধ্বংস করেছি। বিমানগুলো ধ্বংস করা হয়েছে ভূমি থেকে রকেট ফায়ারের মাধ্যমে।’
শনিবার (৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
এপি সিং আরও বলেন, ‘এর আগে কখনো ভূমি থেকে ফায়ার করে আমরা পাকিস্তানের এতগুলো যুদ্ধবিমান ধ্বংস করিনি। কাজেই এটি রেকর্ড। ৬টি বিমানই ধ্বংস করা হয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ব্যবহার করে। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার তৈরি।’
পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংসের পাশাপাশি আকাশপথে পাকিস্তানের সামরিক ঘাঁটিতে হামলার সময়েও বেশ কিছু পাকিস্তানি বিমানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান এপি সিং। বিশেষ করে পাকিস্তানের জাকোবাবাদে সামরিক ঘাঁটির কথা উল্লেখ করেন তিনি। সেখানে এফ-১৬ যুদ্ধবিমানের হ্যাঙ্গার ছিল। ওই হ্যাঙ্গারটির অর্ধেকই ধ্বংস হয়ে গেছে বলে জানান ভারতীয় বিমানবাহিনীর প্রধান।
আরও পড়ুন
গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত হন অন্তত ২৬ জন পর্যটক। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। তবে দেশটির সরকার ভারতের এ অভিযোগ প্রত্যাখ্যান করে।
দুই দেশের চলমান উত্তেজনার মাঝেই ৭ মে পাকিস্তানের বিরুদ্ধে আকাশপথে অভিযান পরিচালনা করে ভারতের বিমানবাহিনী। সেই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। এর জবাবে ভারতের বিরুদ্ধে পাল্টা অভিযান ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ পরিচালনা করে পাকিস্তান।
এসকে/