প্রথম আলো
আইএসপিআর বলছে, জঙ্গিরা সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে প্রথমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে আধা সামরিক বাহিনীর সদস্যরা সেখানে গেলে জঙ্গিরা তাঁদের ওপর হামলা চালায়। তবে হতাহত জঙ্গিরা কোন জঙ্গিগোষ্ঠীর সদস্য, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, বেলুচিস্তান খনিজ সম্পদে সমৃদ্ধ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের একটি প্রদেশ। ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী এই প্রদেশে স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে স্থানীয় জাতিগত বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী। প্রায়ই সেখানে সামরিক, আধা সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে।