Google Alert – সেনা

সিএনএন, বিবিসি : পাকিস্তানের বেলুচিস্তানের মাস্তুং জেলায় এক অভিযানে দেশটির সেনাবাহিনীর এক মেজর এবং নিরাপত্তা বাহিনীর আরও একজন সদস্য নিহত হয়েছেন। এছাড়াও সংঘর্ষে নিহত হয়েছেন সন্ত্রাসী বাহিনীর আরও তিন সদস্য। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীরা অবস্থান করছেন এমন তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী গোয়েন্দাভিত্তিক অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটেছে। অভিযানের সময় তিন সন্ত্রাসীকে ‘নরকে’ পাঠানো হয়েছে। তবে তুমুল গোলাগুলির সময় মেজর জিয়াদ সেলিম আওয়াল (৩১) নিহত হয়েছেন। তিনি তার সেনাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। এ ছাড়া তীব্র গুলিবিনিময়কালে সিপাহী নাজাম হুসেইন (২২) নিহত হয়েছেন। সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করতে ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে পাকিস্তানের বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *