পাকিস্তানে দুই গোষ্ঠীর সংঘর্ষ, নিহত ২০

Amarbangla Feed

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কুররামে শিয়া ও সুন্নি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।


ডয়চে ভেলে জানায়, এই বিরোধের শুরুটা হয়েছিল দিন পাঁচেক আগে। আফগানিস্তান সীমান্তের কাছে কুররাম জেলায় একটি জমি নিয়ে বিরোধ থেকে এই ঝামেলার সূত্রপাত। তারপর সেই বিরোধ বড় আকার নিয়েছে।


কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় অন্ততপক্ষে ৭৫ জন আহত হয়েছেন। কুররামের এক উচ্চপদস্থ প্রশাসনিক অফিসার বলেছেন, প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার ও সমাজের অন্যান্য মানুষ এই সংঘর্ষ বন্ধের অনেক চেষ্টা করেছে। কিন্তু তাতে লাভ হয়নি।


আঞ্চলিক সরকারের মুখপাত্র ব্যারিস্টার সইফ আলী জানান, উত্তেজনা কম করার জন্য প্রশাসন উভয় সম্প্রদায়ের প্রবীণ নেতাদের সাহায্য নিচ্ছে। তার দাবি, দুই পক্ষই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে।


সাম্প্রতিক বছরগুলোতে কুররামে শিয়া ও সুন্নিদের মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে। জুলাইতেও তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ দেখা দিয়েছিল। তখনো সংঘর্ষে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে।


আমার বাঙলা/এমআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *