পাবনায় গৃহবধূ ও কন্যা অপহরণ মামলার মূলহোতা গ্রেফতার

Google Alert – সশস্ত্র

পাবনায় গৃহবধূ ও কন্যা অপহরণ মামলার মূলহোতা গ্রেফতার

প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৭ AM

পাবনা সদর উপজেলার আরিফপুর গোরস্থানে স্বামীকে বেঁধে রেখে স্ত্রী ও ১২ বছরের কন্যাকে অপহরণের মামলার মূলহোতা মেহেদী হাসান তুহিনকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট রাত ১টার দিকে একদল সশস্ত্র দুষ্কৃতকারী ভুক্তভোগী পরিবারের ভাড়া বাসায় ঢুকে স্বামী ওবায়দুল্লাহ সরদারকে তুলে নিয়ে আরিফপুর গোরস্থানে বেঁধে ফেলে। পরে তার স্ত্রী মাফিজা খাতুন (২৬) এবং কন্যা জুথী খাতুনকে (১২)- অস্ত্রের মুখে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখা হয়। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করে।

এ ঘটনায় পরদিন ২৪ আগস্ট মাফিজা খাতুন বাদী হয়ে পাবনা সদর থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পরবর্তীতে র‌্যাব প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে অভিযান পরিচালনা করে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোররাতে পাবনা সদর উপজেলার জালালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ২ নম্বর আসামি মেহেদী হাসান তুহিনকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত তুহিনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক বলেন, ‘অপহরণের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের সহায়তায় মাদক, অস্ত্র ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই র‌্যাবের লক্ষ্য।’

স্বদেশ প্রতিদিন/এমএম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *