পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

Google Alert – কুকি চিন

পাবনার সাঁথিয়ায় যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছালে সোনা মসজিদ থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংর্ঘষের ঘটনা ঘটে। বাস চালকের ঘুমন্ত অবস্থার কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ যাত্রীদের।

ঘটনার পর হাইওয়ে থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে নিহতদের উদ্ধার করে স্বজনদের কাছে বুঝিয়ে দেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনার মাথপুর হাইওয়ে থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের পূর্ববনগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ১০ জন।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন– পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে আবেদ আলী, আতাইকুলা কারিগর পাড়ার মৃত ইদাদ আলীর ছেলে মুনছুর আলী। অপরজনের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *