Google Alert – সশস্ত্র
আজ শনিবার (৬ই সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগীদের পক্ষ থেকে ইমরান হোসেন বাদী হয়ে পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (৫ই সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার মালিগাছা ইউনিয়নের ভজেন্দ্রপুর গ্রামে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত শিমুল, রাজু সরদার, আশরাফ প্রামানিক, সুমন, মাসুদ, শিপু বিশ্বাস ও রাব্বিসহ ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল হঠাৎ তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। তারা বাড়িঘরে ভাঙচুর চালায়, অগ্নিসংযোগের চেষ্টা করে এবং ঘরের ভেতরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা-পয়সা লুটপাট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে বাড়ির সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনার পর থেকে ভজেন্দ্রপুর গ্রামসহ আশেপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/এএমটি