পারমাণবিক অস্ত্র আছে বলে ‘ব্ল্যাকমেইল’ আর সহ্য করা হবে না: মোদি

Google Alert – সামরিক

ভারত আর পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষ শুরু হওয়ার পরে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ‘অপারেশন সিন্দুর’ই এখন থেকে ‘সন্ত্রাসবাদের মোকাবেলায়’ ভারতের নীতি হয়ে উঠবে। এটাই নিউ নরমাল। এ সময় (কোনও দেশের) পারমাণবিক অস্ত্র আছে বলে তাদের (পাকিস্তান) ‘ব্ল্যাকমেইল’ করা আর সহ্য করা হবে না বলেও ঘোষণা দেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, যদি পাকিস্তানের সঙ্গে ভারতের আলোচনা হয় তাহলে তা হবে ‘সন্ত্রাসবাদ’ নিয়ে এবং তার ভাষায় ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর’ নিয়েই। তবে সন্ত্রাসবাদ আর আলোচনা একসঙ্গে চলতে পারে না, সন্ত্রাসবাদ আর বাণিজ্য একসঙ্গে চলতে পারে না, জল আর রক্ত একই সঙ্গে বইতে পারে না।

ভাষণের শুরুতেই মোদি ‘অপারেশন সিন্দুর’-এর জন্য ভারতের তিন সামরিক বাহিনীর সদস্যদের স্যালুট করে অভিবাদন জানান। তিনি বলেন, বাহিনীর এই পরাক্রম আমি দেশের প্রতিটি মা, বোন আর কন্যাকে সমর্পিত করলাম।

পহেলগামের হত্যাকাণ্ড তাকে ব্যক্তিগতভাবে পীড়া দিয়েছে বলে জানিয়ে তিনি মন্তব্য করেন, সন্ত্রাসবাদীরা আর সন্ত্রাসবাদী সংগঠনগুলো বুঝে গেছে যে মা-বোনেদের মাথার সিঁদুর মোছার পরিণতি কী! সন্ত্রাসবাদের কেন্দ্রগুলিতে এমন আঘাত করা হয়েছে, যা তারা দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। এ সময় ভারতের সামরিক বাহিনী পাকিস্তানকে বিধ্বস্ত করে দিয়েছে বলেও দাবি করেন মোদি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *