পারমাণবিক স্থাপনায় হামলা ‘সম্পূর্ণ যুদ্ধ’ ডেকে আনবে, হুঁশিয়ারি ইরানের

Bangla Tribune

আবারও কড়া সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বললেন,ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যেকোনো আক্রমণ এই অঞ্চলকে ‘সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দেবে। শুক্রবার (৩১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সতর্ক বার্তা উচারণ করেন তিনি। আল জাজিরা এ খবর জানিয়েছে।

কাতার সফরের সময় আল জাজিরা আরবিকে এ সাক্ষাৎকার দেন আরাঘচি। তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানো ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় ভুল’ হবে।

তিনি  হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেকোনো হামলার ক্ষেত্রে ইরান ‘তাৎক্ষণিক ও কঠোর’ জবাব দেবে, যা সমগ্র অঞ্চলে ‘সম্পূর্ণ যুদ্ধে’র রূপ নেবে।

ইরানে উদ্বেগ বেড়েছে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার অনুমতি দিতে পারেন। সেই  সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরও কঠোর করতে পারেন।

আরাঘচি জানান, তিনি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররহমান বিন জাসিম আল থানির সঙ্গে দোহায় বৈঠক করেছেন এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *