পারমাণবিক স্থাপনায় হামলা হলে ‘সর্বাত্মক

Bangla News

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল বা যুক্তরাষ্ট্রে কোনো ধরনের হামলা চালালে এই অঞ্চলে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরু হবে হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার আরবি ভার্সনকে দেওয়া সাক্ষাৎকারে এ হুমকির কথা বলেন তিনি।

কাতার সফরকালে এ সাক্ষাৎকারটি দেন তিনি। শুক্রবার (৩১ জানুয়ারি) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা হলে তা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল হবে।


আরাঘচি বলেছেন, ইরান যেকোনো হামলার জবাব তাৎক্ষণিক এবং স্পষ্টভাবে দেবে এবং এটি এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ বেধে যাবে।


আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাব আরও বাড়বে। এই কারণে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে বলে আশঙ্কা বাড়ছে।


আরাঘচি বলেছেন, তিনি কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দোহায় আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনার জন্য দেখা করেছেন। তিনি বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্নের জন্য আমরা কাতারের মধ্যস্থতার প্রশংসা করেছি।


আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আরাঘচি কাতারে হামাসের কর্মকর্তাদের সঙ্গেও দেখা করেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনিরা গাজায় বিজয় অর্জন করেছে।


বাংলাদেশ সময়: ২১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫

এমজে



বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *