পারিবারিক বিরোধের জেরে পিরোজপুরে দু’জনকে কুপিয়ে হত্যা

Jamuna Television

পারিবারিক বিরোধের জেরে পিরোজপুরে দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ জুন) রাতে ইন্দুরকানী উপজেলার চর বলেশ্বর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন চণ্ডিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম ও তার ভাবি মৌকলি বেগম।

নিহতের স্ত্রী রেহানা জানান, রাতে প্রতিবেশী ইউনুসসহ হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাদের বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপানো হয় শহিদুল, মৌকলি ও রেহানাকে। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান শহিদুল ও তার ভাবি। গুরুতর আহত রেহানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

/এসআইএন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *