পার্বত্য এলাকায় টেকসই শান্তি প্রতিষ্ঠায় সরকার আন্তরিক : পররাষ্ট্র উপদেষ্টা |

Google Alert – পার্বত্য অঞ্চল

সরকার পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।


আজ রবিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।


পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সময় লাগবে। এটি হঠাৎ করে সম্ভব নয় — আমরা যেমন তা স্বীকার করি, তেমনি আপনারাও নিশ্চয়ই বুঝতে পারেন। তবে সরকার পূর্ণাঙ্গ শান্তি ও অর্থনৈতিক অগ্রগতির জন্য আন্তরিকভাবে কাজ করছে।’


চুক্তিটি ১৯৯৭ সালে স্বাক্ষরিত হলেও এখনো অনেক দিক বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।


শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তৌহিদ হোসেন বলেন, ‘গত ২০ বছরে জিপিএ-৫-এর পেছনে ছুটতে গিয়ে পার্বত্য অঞ্চলের শিক্ষার গুণগত মান অনেক কমে গেছে। শিক্ষার কোনো বিকল্প নেই — সরকার এই ব্যবস্থাকে পুনরায় গতিশীল করতে উদ্যোগ নিচ্ছে।’


তিনি আরও বলেন, ‘বান্দরবানের প্রাকৃতিক পরিবেশ এখনও সহনীয় আছে, তবে সম্পদের ঘাটতির কারণে মানবসম্পদকে মূল শক্তিতে পরিণত করতে হবে।’


অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে ৪৮২ জন কৃষক ও নারী উপকারভোগীর মাঝে ফলদ ও বনজ চারা, গবাদিপশু, সেলাই মেশিন এবং প্রসূতি মা ও নবজাতকদের জন্য আর্থিক অনুদান বিতরণ করা হয়।


জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কার্যক্রমেরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগীরা।


বিডি প্রতিদিন/জুনাইদ  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *