পার্বত্য চট্টগ্রামে জুম্মদের উপর হামলা-হত্যার বিচার দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ

CHT NEWS


আন্তর্জাতিক ডেস্ক, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে গত ১৯ ও ২০ সেপ্টেম্বর ২০২৪ দীঘিনালা,
খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে বাঙালি সেটলার ও সেনাবাহিনী কর্তৃক হত্যা ও ঘরবাড়ি-দোকানপাটে
অগ্নিসংযোগের বিচার দাবিতে আমেরিকায় নিউইয়র্কে জাতিসংঘের প্রধান সদর দপ্তরের সামনে
প্রতিবাদ সমাবেশ করেছে সেখানকার বসবাসরত জুম্মরা।

স্থানীয় সময় গত ২৪ সেপ্টেম্বর ২০২৪, বিকালে ‘আমেরিকান জুম্ম কাউন্সিল’এই সমাবেশের আয়োজন করে।


বিক্ষোভে তারা
“Bangladesh Army Stop Instigating
communal attack; We Demand Justice for the Victim Dighinala, khagrachari,
Rangamati killings; Withdraw Military Forces in Chittagong Hill Tracts,
Bangladesh; Stop the vandalism of Buddhist temple and Properties in Chittagong
Hill Tracts, Bangladesh; End the state sponsored arson attacks by bengalii
settlers; Dr. Yunus protect all minorities in Bangladesh; We Demand UN
Intervention in Chittagong Hill Tracts; We Demand Judicial Inquiry for the killing
and attacks in Chittagong Hill Tracts; Save Bawm People in Chittagong Hill
Tracts of Bangladesh
সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।


বিক্ষোভ সমাবেশটি এমন সময়ে করা হয় যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের
প্রধান উপদেষ্টা ড.ইউনুস সহ বিশ্ব নেতারা নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান
করেছিলেন।

সমাবেশে উচি মং চৌধুরী সঞ্চলনায় বক্তব্য রাখেন সুপ্তা চাকমা তাতু, স্মিতা
চাকমা, আপ্রুমা চৌধুরী, রাইটস এক্টিভিস্ট চঞ্চনা চাকমা, তপন তঞ্চঙ্গ্যা, দিনালো চাকমা
(Phd. Student ), শান্ত তঞ্চঙ্গ্যা, মং এ প্রু মারমা ও সুশীল চাকমা।

সমাবেশ শেষে জাতিসংঘের হস্তক্ষেপ
কামনা করে মহাসচিবের বরাবর একটি মেমোরেন্ডাম প্রেরণ করা হয়।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।




Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *