পার্বত্য চট্টগ্রামে জুম্মোদের উপর বর্বরোচিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ

CHT NEWS

আন্তর্জাতিক ডেস্ক, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

সম্প্রতি গত ১৯ ও ২০ সেপ্টেম্বর ২০২৪ পার্বত্য চট্টগ্রামের
দীঘিনালা, রাঙামাটি ও খাগড়াছড়িতে জুম্মোদের ওপর হওয়া বর্বরোচিত সাম্প্রদায়িক হামলাগুলোর
প্রতিবাদ জানিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন
করেছেন ফ্রান্সে বসবাসরত জুম্মেরা।

গত ২৫ সেপ্টেম্বর ২০২৪ আয়োজিত এ বিক্ষোভকালে তারা ”Save Jummas Save Jumma Life, Stop Communal attack to Jummas, Ensure Democratic Right in CHT, We want justice for CHT Indigenous Peoples, Withdraw Military Camp From CHT” সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

বিক্ষোভ কর্মসূচি থেকে La voix des Jummas (LVDJ) European
Jumma Indigenous council, France (EJIC) 
যৌথভাবে বাংলাদেশ রাষ্ট্রদূতের কাছে একটি স্মারকলিপি দিয়েছে। এতে তারা জুম্মো
জনগণের ওপর হামলা বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করা সহ মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখানোর
দাবি জানিয়েছেন।


* ছবিগুলো Chakma Valedhi Association France 𑄌𑄋𑄴𑄟𑄳𑄦 𑄞𑄣𑄬𑄙𑄨 𑄆𑄥𑄮𑄥𑄨𑄠𑄬𑄥𑄧𑄚𑄴 𑄜𑄳𑄢𑄚𑄴𑄥𑄴 ফেসবুক পেইজ থেকে সংগৃহিত।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।




Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *